চাঁদটা কে ফেললো খেয়ে?
বেশ তো ছিল কাল,
রসগোল্লার মতন ছিল
ভীষণ গোলগাল,
সূর্য মামা তোমার নামে
নালিশ পেলাম আজ,
টুপ করে এক কামড় খেলে,
এটাই নাকি রাজ,
রোজরোজ তুমি লুকিয়ে রাতে
খাচ্ছো ভেবে মিষ্টি,
দেখছো নাকি বলছে সবাই
ছিঃ ছিঃ একি অনাসৃষ্টি।
সূর্য মামা নালিশ শুনে
অপ্রস্তুত হাসে,
আচ্ছা তবে হাত লাগাচ্ছি
গড়তে গোল্লাটাকে,
মাস পেরুলেই আবার পাবে
পেল্লায় সেই গোল,
সামলে আমায় রাখতে তুমি
বাঁধিয়ো শোরগোল,
নইলে আবার হবে যেনো
আমার ভীষণ ভুল,
তখন যেনো বাঁধিয়ো না
মস্ত হুলুস্থুল।