কত কথা সবাই বলে তোমার সনে
বোবা আমার ভাষা জানা নেই মনে
তরঙ্গমালায় ভাবের আদান-প্রদানে
আমায় বাঁধো আজীবনের ঋণে।
তোমার সফেদ জোছনা চুইয়ে ঝরে
অযুত নিযুত আবেগ ছড়ায় অন্তরে
সুপ্রাচীন কাল থেকে প্রচলিত মন্তরে,
বিজ্ঞানীরা আজও রহস্যের কিনারে,
কবির কবিতা আজও ঝরে অঝোরে,
পুরনো সেই রূপালী চাঁদের চাদরে
আজও আবেদনে ভাসায় জোয়ারে।