আচার বানাই, ফুল ফোটাই
বৃষ্টি স্নানে মন ভেজাই
মেঘে মেঘে স্বপ্ন দিয়ে
শ্বেত মহলের সুখ বানাই,
খানিক পরেই উঁকি দিয়ে
এদিক সেদিক তাকিয়ে যাই,
স্বপ্ন দিনে বাবাকে মোর কোথায় পাই?
ছন্দ সাজাই শব্দ দিয়ে
ফুলে সাজাই সোনার মেয়ে
বন্ধু ভোলাই জোছনা রাতে
হাসি গানে আসর পেতে,
এত সুখ আর এত সাজে
হটাৎ মনে দুঃখ বাজে,
কোন তারাতে জ্বলছো বাবা,
আঁধার আমার বুকের মাঝে।
তোমার রাজ্য হারিয়ে গেল,
রাজকন্যা পথ হারালো,
বোবা ব্যাথায় জখম হৃদয়,
মন মননে ঝড়ের প্রলয়,
নয়ন জলে সাগর হলো,
সেথায় ভাসাই নৌকা চলো।