সন্ধ্যা নেমে কানে কানে
গল্প শোনায় অধির প্রাণে
রাত্রি নামার আয়োজনে
জুঁই কামিনীর ফুল বাগানে।

সন্ধ্যা নেমে অচিন গানে
অগোচরে কারো সনে
মিতালি করায় বিন বাঁধনে
কেমন করে তা জানি নে।

সন্ধ্যা নেমে নিমেষ কালে
আঁধার ঢালে গগন নীলে
জোনাক আলো তখন মিলে
শত কথা সে যায় বলে।

সন্ধ্যা নেমে বিদায় বলে
রবির আলো দিন ফুরালে
ফুরিয়ে যাবার এই মিছিলে
সবাই রবে ডাক  পাঠালে।