টক মিষ্টি আচার পাতে
সর্ষে তেলের ডালনাতে
মুখরোচক সব ভর্তাতে
আজকে দিলাম ব্যঞ্জন
লাগিয়ে চোখে অঞ্জন
বাজিয়ে চুড়ির শিঞ্জন।
বিকেল বেলায় অস্তমিত
রবির কিরণে আলোকিত
মাতাল হাওয়ায় বিকশিত
আমাদের চলুক খুনসুটি
ভাবের বিনিময়ে চোখদুটি
রচুক অনুপম প্রেম গীতি
প্রয়োজন নেই চা, কফি।
নিশির গানে চাঁদের টানে
তারার ঝিলিক দুই নয়নে,
নেশার ঘোর লাগাতে মনে
সুরার পাত্র চাই না মোরা
স্বপ্ন নেশায় বেঁধেছি জোড়া
এর চেয়ে নেই দামি সুরা।
স্বপন খেয়া চাঁদের দেশের
নিশির শেষে মায়া বেশের
প্রভাত বেলা পাখির শিসের
ডাক শুনে জেগে নব দিনে
আনবো নতুন সুখ কিনে
পান করবো রস দুজনে।