বন্ধু আমরা একসঙ্গে দরাজ গলায় গাই
কবে থেকে বন্ধু আমরা এখন মনে নাই
বেসুরো এই জীবনটাতে সুর লাগিয়ে বন্ধু
অনেক সুখের স্মৃতি গড়ে, যেন বিশাল সিন্ধু।

জীবনের এই প্রান্তে এখন থমকে গেছি কত
বাঁধ গড়িয়ে ঠেকানো যায়নি বয়স তীরের ক্ষত
বদলে গেছে বিশ্ব ভুবন বদলে গেছে বোধ
এসব কিছুই হার মেনেছে করতে পারিনি রোধ
বন্ধু শুধু একইরকম আছে হৃদয় জুড়ে
মনের কথা আঁচ করে নেয় যতই থাকুক দূরে।

বন্ধু আমারা হার মানিনা  জীবন পথের বাঁধায়
বন্ধু আমরা পথ হারাই না জীবন পথের ধাঁধায়
হারিয়ে গেলে বন্ধু বুঝিস নেই তো আমি আর
ঐ ভুবনেও বন্ধু তোদের খুঁজব বারংবার।