এক পেয়ালা চা আর ওম জড়ানো লেপ
ভালো লাগা ভালোবাসার গল্পটা সংক্ষেপ
বিশাল বিপুল ভাবাবেগটা একমুঠোতে ভরে
হাওয়াই মিঠাই করে রাখি মনের অন্তঃপুরে।
তীব্র শীতের সকালবেলা চুলার পাশে বসে
সদলবলে শীতের পিঠা মহাসমারোহে
খাওয়ার দাওয়াত দিলাম তোমায় বন্ধু এসো হেসে।

শীতের হাওয়ায় সর্ষে ফুলে মাঠ প্রান্তর সাজে
সেই সাজটা ভালোবেসে রাখি হৃদয় মাঝে,
সেই আবহে চড়ুইভাতি
কেমন মজার হবে?
হেসে গেয়ে শীত তাড়িয়ে স্মৃতির পাতা জুড়ে
সুখের কিছু লিখতে মাতি
চড়ুইভাতি করে।

হিম জমানো এমন শীতে আড্ডা জমাই চলো
উষ্ণ হাওয়া ছড়িয়ে দিতে কাব্য সুধা ঢালো।
আরো হরেক পন্থা আছে উষ্ণ হতে শীতে
জমে উঠবে সময় আমার তোমায় পেলে মিতে।
হিম জমানো এমন শীতে বিষন্নতা ছেড়ে
প্রভুর কৃপায় রৌদ্র ছড়াও মিষ্টি হাসি হেসে।

সেই লক্ষ্যে চলো সবাই উষ্ণ ছোঁয়া দিয়ে
গৃহহীনের পাশে দাঁড়াই শীতবস্ত্র নিয়ে,
শীতের দিনে সবচেয়ে বেশি উষ্ণ তুমি রবে
রবের কৃপাও অঝোর ধারায় বন্ধু তুমি পাবে,
মানবতার মশাল জ্বালাই আজ চলো এই শীতে
হাড় কাঁপানো শীতের দিনে উষ্ণ রবে সবে‌।