নদীর ধারে বটের ছায়ায় জিরোতে চায় মন
ব্যস্ত জীবন কেড়ে নিচ্ছে অমূল্য সব ক্ষণ।
শশব্যস্ত পাখির মত ছুটতে আমি চাই
তোমাদের এই শহর ছেড়ে সুখ খুঁজতে যাই।
উথাল পাতাল করুক মনটা বাঁশের বাঁশির সুরে
শুনলে যে সুর ফিরবে না মন শহুরে এই ঘরে।

ব্যস্ত ফাঁদে আটকে আছে সাধের মানব জীবন
জিরিয়ে নিতে তাই আকুতি করছে আকুল মন,
বাক্সবন্দী নাটক দেখে ফাটক লাগে বসত
ঢেউয়ের দোলায় দুলে দুলে দেখবো জনপদ
বটের ছায়ায় পাতার আসন বিছিয়ে দিয়ো তুমি
জিরোতে চাই এমন তাগিদ বোধ করছি আমি।

পল্লী কবির সোনার গাঁয়ের বটের ছায়াতলে রাখাল ছেলের বাঁশির সুর আর কি শোনা যাবে?
খেয়া নৌকা বেয়ে মাঝি আর কি গান গাবে?
জিরিয়ে নিতে চাইলে কি কেউ নকশি আসন দেবে?
হারিয়ে গেছে পল্লী কবির সোনার গাঁও গেরাম
জিরিয়ে নিতে চেয়ে শুধু দুঃখ পেয়ে গেলাম।