হাত ধরে মোর সখার সাথে
বিলের কাছে যাই,
এমন সময় রবি তোমার আগুন ঝরা পাই
শাড়ির আঁচল উড়বে হাওয়ায়
এমন ছিল আশ
পবন তুমি এমন সময় পেলে কেন হ্রাস?
বাদলকণা ভিজিয়ে দিবে মধুর মোদের সময়
এই চাওয়াতে মগ্ন ছিলাম, ছিল নাকো ভয়,
সে চাওয়াতেই জল ঢাললে,
দেহ মনে নয়।
পাখির গান, বিলের টান
সবই দেখ আছে,
প্রখর রবি তোমার তেজ হারাও মেঘের কাছে,
তোমায় দিব মধুর কড়ি,
দিও মোদের স্বপ্ন গড়ি,
এইতো শুধু চাই
এটাই যেন পাই,
মেঘদলকেও দিও বলে
বাদল যেন আমার চুলে
ছোঁয়ায় তারি পরশ
হোক অবিরাম বরষ।