ব্যস্ত জীবনের কিছু ক্ষণ দাও
উৎসবে মনখানি রাঙিয়ে নাও,
শোরগোল করি চলো
আজ একসাথে
ভিন্নতা নিয়ে আসি
উৎসব পথে
রসনার আয়োজন  জুড়ে দেই তাতে
আনন্দে উঠি চলো আজ সবে মেতে
নিজ হাতে রেঁধে বেড়ে
সবে মিলে খাই
গলা ছেড়ে আজ চলো এক সুরে গাই।
খাওয়া দাওয়া নয় শুধু রসনার তরে
আয়োজনে সকলের বন্ধন বাড়ে,
ইট, কাঠ, বালু আর রডের হিসাব
একদিকে সরিয়ে গড়ে তুলি ভাব
মনে মনে চাওয়া শুধু সকলের কাছে
এভাবেই যেন মোরা থাকি পাশে পাশে।