সুর নেই ছন্দ নেই বেরসিক জীবন
আনন্দ হয়ে আসো মোর প্রিয়জন
বিষন্ন, অবসন্ন ক্ষয়িষ্ণু সময়
তারপরও আসো তুমি হয়ে দীপ্তিময়।
অন্যায়, অনাচার, পাপের বসত
এরিমাঝে আসো হয়ে শুভ্র কপোত।
অমানিশা চারিদিকে, গভীর আঁধার
এসময় আসো তুমি ঘুচে হাহাকার।
দূষণে দূষণে ভরা চারপাশ
আসো তুমি বিলাতে মিষ্টি সুবাস।
বোবা হয়ে যায় মন এই নগরে
আসো তুমি ভাসিয়ে সুখ কোলাহলে।
মনে মনে জমা থাকে শতেক অভাব
প্রাচুর্য নিয়ে আসে তোমার প্রভাব।
দুখের পাহাড়ে যখন অসাড় জীবন
চপলতা হয়ে ভরো আমার ভুবন।
গাফেল থাকে মন দিবস রাতি
আনো তুমি স্মরণে প্রভুর মতি।