এসো বরষা, ধরনী পরে
নীল গগন আঁধারে ঢেকে,
গুরু গম্ভীর মেঘের গরজে
অবসন্ন প্রাণ উঠুক জেগে,
রিমঝিম, রিমঝিম বৃষ্টি নূপুর
বাজুক ধরায় রাত্রি দুপুর,
নাগরিক কোলাহল হটিয়ে সুদূর।
স্বপ্ন সুখে আছে ঘুমে,
নতুন প্রাণ ফসলের বীজে
অঙ্কুরিত হওয়ার আশে,
কখন আসিবে বরষা ভবে
সেই প্রতীক্ষার প্রহর গুনে।
শীর্ণ দিঘী, শীর্ণ নদী
কানায় কানায় পূর্ণ করি,
এসো হে বরষা, না করে দেরি।
কদম গুচ্ছ খোপাতে পরি,
মেঘনীল রং শাড়িতে রমণী
দিঘীর জলে বসে একাকী,
গাইবে কোন বর্ষা গীতি,
তোমারই প্রতীক্ষা দিবস রাতি।