প্রভাত বেলায় নিত্য দিনে
অবিনশ্বর এর ইবাদত শেষে
সুরের বীণায় উঠে গেয়ে
দোয়েল, চড়ুই, সবুজ টিয়ে,
রক্তিম আভায় পুবের আকাশ
ছড়ায় রোজ ভিন্ন আভাস,
চিরল চিরল শাখা রাজি
প্রভাত সমীরে উঠে দুলি,
নতুন আলোর, নতুন ডাকে
রোজ যে তুমি সাড়া দিতে,
আজ কি হল? কিসের আড়াল?
পাখিরা আমায় প্রশ্ন করে দিল উড়াল,
চঞ্চল ডানা আবার মেলে
এসে বসে ফির আমার নীরে,
কিচির মিচির মিষ্টি কূজনে
শুধায় অনিবার ব্যকুল হয়ে,
সাড়া দিতে সেই মিষ্টি ডাকে
বিভোর হয়ে কাজ হটিয়ে
ছুটে যাই আমি তাদের মাঝে,
বিমল আনন্দে আকণ্ঠ ডুবে।