দুঃখ আছে এই জীবনে
হুতাশ মিশে আছে পবনে
তাই বলে কি থমকে থাকি
যতই থাকুক হিসাব বাকি।
ফুল বাগানের রূপের হাসি
খুলতে পারে মনের ফাঁসি
দুঃখের শত কালো ছবি
বদলে দিবে ফুলের কবি,
সবুজ পাতা হাওয়ায় নেচে
দুঃখ তোমার দিবে বেচে
পুষ্প কলি নতুন করে
জীবন নাট্য লিখতে পারে,
তাইতো বলি সবাই আসো
আসন পেতে একটূ্ বসো
সবুজ জীবন তলে
থমকে থাকা জীবন তোমার
দেখবে আবার চলে।