উশখুশ প্রাণ, সাহিত্যের টান
প্রকৃতির গান বাজে দিনমান
উপেক্ষা আমি করি সে তান
আছে দায়িত্ব, কর্তব্যের আহ্বান।
এখানে এখন মোর প্রাঙ্গণে,
ফুল পাখিদের মেলা জমেছে
নিমন্ত্রণ তাদের এসেছে গেহে,
দামাল হাওয়ার বৈশাখী ঝড়ে
পল্লব বারতা এনেছে উড়ায়ে
ডাকছে মোরে, কূজনে, সুবাসে
সামিল হতে ঐ মধুর আসরে।
হাঁসফাঁস শ্বাস, নাগরিক আশ,
নিমন্ত্রণ তাদের গ্রহণের অভিলাষ,
চঞ্চল পাখিদের কুহু কুহু ডাক
ভুলাবে মোর ব্যস্ততার নাগপাশ,
বাদলের ধারায় সজীবতার স্নান,
শুস্ক হৃদয়ে ভরবে ত্রাণ।
আসবে প্রহর, মিটবে তিয়াস
স্রস্টার কাছে করি ফরিয়াদ।
সাঙ্গ করে নাগরিক কাজ,
পরে গলেতে ফুলেল সাজ,
ভুলে সকল রাহুর পাশ,
জুটিব দুজনে ফুলের কুঞ্জে
গুনগুন সুর মর্মে গুঞ্জে।