যে তারা দেখে স্বপ্ন জাল বুনি
রাত শেষে তারে কোথা পাবো শুনি,
যে বাদল কণায় সাজি মোহময়
রবির খরায় কেন সে অলিক হয়,
যে ফুল কুড়িয়ে সযতনে রাখি
দিন শেষে তা বাসি হয় সখি,
এই নশ্বর ধামে আঁকড়ে ধরি কাকে?
সব কিছুই হারায় চোখের পলকে।

নশ্বর ধামে অবিনশ্বর তুমি
সিজদায় শির তাই নত করি আমি।