ঈদের ছোঁয়ায় হাসি ফুটেছে
রুধিবো না তাকে হিসেব নিকেশে,
ত্যাগের জ্যোতি হৃদয়ে জ্বালাতে
দুহাত তুলেছি প্রভুর সমীপে,
অকিঞ্চিৎকর আমার বিভ্রান্তি নাশি,
দয়াময় মোর, ওহে ইলাহি
ঘোচাও কালিমা, অনিষ্ট রাশি।
আজি পবিত্র ঈদের বাণীতে
সবার হৃদয় ভাসুক খুশিতে।