ক্লান্ত আমার ঠিকানা এখন ঘরের কোণে
মলয় বাতাস বইছে যখন সব প্রাণে
ঘুনে ধরেছে তখন আমার জীর্ণ মনে,
দু'চোখ ভরে দেখবো ফাগুন
মনে ফুটবে পলাশ প্রসূন
চলবে মনে প্রেমের কানুন
মিষ্টি কিরণ ছড়াবে অরুণ,
এইতো ছিল ফাগুন চাওয়া
সেই স্বপ্নেই তরী বাওয়া
তার পালেতে ছুটবে হাওয়া
জীবন হবে স্বপ্নে ছাওয়া,
ফাগুনের সেই স্বপ্ন মিথ্যে
জীবন এখন ক্লান্ত বৃত্তে
ধূসর ভীষণ এই বসন্তে
একাকী আমি শূন্য কুঞ্জে,
ফুলের রূপ মলিন লাগে
সুবাস বিলীন হয়েছে পাঁকে
নেশার ঘোর লাগেনি মোটে
ফাগুনের শাখা দিল কে ছেঁটে?