কাঁদে, মন আমার কাঁদে,
ডাক শুনে তার ব্যাথা মনে বাজে,
কদম গুচ্ছ হাতছানি দিয়ে ডাকে,
তবু যাব না যতই বাদল ঝরে,
আর ডেকো না আমায় অমন করে,
সুর সেধো না আমায় মনে করে।
আমি আপন মনে আছি,
ফুলের সাথে হাসি,
মেঘের মত সাজি,
তোমার কদম ফুল,
তোমার যত ভুল,
ফোটায় মনে হুল,
আমি বেধেছি এলোচুল,
আর ডেকো না দিয়ে কোন ফুল।