বদ্ধ ঘরে আটক আমি
ডাক পাঠালো দূরের ভূমি
যেথায় দোলে সবুজ শাখা
মুক্ত পাখি মেলে পাখা
যেথায় কৃষক সরল হাসে
মনের গরল অনল নাশে।
যেথায় নোলক দুলিয়ে বধূ
মনে জোগাবে মিষ্টি মধু
জীবন যেথায় ছন্দে চলে
সেথায় যাবো সকল ভুলে।
যেথায় ধাতব শব্দ শুনে
ঘুম ভাঙ্গে না রোজ  বিহানে
যেথায় ধূলো সোনার মতন
যেথায় মেলে আদর যতন
সেখান থেকেই ডাক আসে
জানি না কোন তার, বেতারে।
ডাক পাঠালো অবিরত
ডাকেই ঘোচে মনের ক্ষত
সরিয়ে দিয়ে দুর্ভাবনা
জাগায় সুখের সম্ভাবনা
কোন কালে সে সত্যি হবে
সেই আশাতেই হৃদয় ডোবে।
ভাবছো বসে আটক ঘরে
সেথায় গেলে যাব মরে
সেথায় নেই তো নেটের শক্তি
থাকতে তুমি পারবে সত্যি?
ভাবনাগুলো দমিয়ে দিয়ে
অধুনা সকল ফ্যাসাদ ফেলে
ঠিক একদিন যাবো চলে
মন এখনো তাই তো বলে।