ভীষণ এক বোবা কষ্ট মনের গহীনে
এড়িয়ে চলি তাকে আমি সযতনে,
এড়ানোতো যায়নি সমূলে চিরতরে,
শীতার্ত মনটাতে অবিরাম কড়া নাড়ে,
নোঙর করেছে আমার মনের বালুচরে
ভাসালে হই রক্তাক্ত ধারালো আঁচড়ে।
সূর্যের আলো তাকে পারেনা ছুঁতে
সন্ত্রাসী প্রহরগুলি বাস করে ক্ষতে,
জানাযা পড়ায় সুখবিভোর আবেগের
রাজত্ব কায়েম করে ধরনীতে অশুভের
রূপকথাগুলি পথ ধরে আজ বিলুপ্তের
জোছনা মিলিয়ে সময় আসে আঁধারের।