রোদের কিরণ করে বরণ
সাগর জলে ভিজাও চরণ
ত্বরণ ভুলে সুখের স্মরণ
পাল্টে দিবে জীবন ধরণ
হোক তবে আজ রৌদ্র বরণ
ঢেউয়ে নাচুক আজকে চরণ।
ঝরুক রবির কিরণ রাজি
সাগর জলে উঠুক সাজি
সাগর জলের ঢেউয়ের মাঝি
ডাকছে দূরে কে গো আজি?
সুখের স্মৃতির রঙিন বাজি
দিগন্তে ফের উঠুক সাজি।
সাগর জলের ডাকে রবি
আজ পাঠালো সোনার ছবি
কথার মালায় তাইতো কবি
নতুন করে সাজায় সবি
সাগর জলে আজকে ডুবি
অদেখা রূপ আজকে পাবি।