দূরে যখন শুনবো ঘুঘু পাখি ডাকে
রোদ্দুর মেখে আজ ছুঁয়ে দিব তাকে
কথা কিছু শাখা নিচু বলে যাবে দুলে
ঝিরিঝিরি হাওয়া চুলে ঢেউ দেবে তুলে।
রোদ্দুর আলপনা আঁকে বীথি তলে
ঝরা পাতা ঘুঙরু বাজে হাওয়া এলে
আমি তুমি খুব দামি ক্ষণ চল বুনি
কবিতা পড়ার ক্ষণে শুনি মধু ধ্বনি।
রোদ মাখা ঝলমলে দূরের আকাশ
শাড়িতে সাজিয়ে মোর বেশবাস
হাত জুড়ে ফুল ভরে তোমাকেই ডাকি
কাজের কথা বলে না দিও ফাঁকি।
রোদ্দুর মাখানো বড় ধূলি মাঠ
খাঁখাঁ করে শেষ হওয়া সকালের হাট
সেই ছবি এঁকে রবি যবে পাটে যায়
চিল হয়ে তার পিছু যাবো দুজনায়।

©ফাতেমা-তুজ-জহুরা