দিন বদলের কালবৈশাখী
নববর্ষের আজ এই তিথি,
নবপ্রাণে ভরো সবার বিথী,
খুঁজে নিয়ে সব গরীব দুঃখী
ক্লিষ্ট, জীর্ণ আর নিম্নমুখী।
বোশেখ তোমার খরতাপে
পোড়াও অশনি রুদ্ররূপে,
পোড়াও অনিষ্ট ভীষণ ক্ষেপে
ছড়াও রুগ্নে দাওয়ারূপে।
বোশেখ মেলার চুড়ির ঝুড়ি
কখনো তুমি হয়োনা বেড়ি,
বোশেখ নয়তো কেবল শাড়ি,
বোশেখ নয়তো সাজানো নারী,
বোশেখ নয়তো পান্তা হাড়ি,
বোশেখে আনবো নব কড়ি
যাতে নেই কোন অশুভ ছড়ি।
বোশেখ তোমার কৃষ্ণচূড়ায়
অনুঢ়াকে রাঙিয়ো কড়া প্রহরায়,
যেনো নরকীট নষ্ট ইশারায়,
পারেনা ছুঁতে কোন পায়তারায়,
মেলা কিংবা র্যালির ধারায়।
বোশেখ আসো নব প্রত্যাশায়,
নতুন বছরে নতুন নকশায়,
আলো জ্বালিয়ে অমানিশায়,
প্রাণ জাগিয়ে সব দুর্দশায়।