বাবা চাচারা সবাই বিদায় নিলেন, সেই অনুভূতি থেকে লেখা
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
অশ্রু কণার গীতিকাব্য
বুঝেছি তার সব মাহাত্ম্য,
ফরমায়েশে আদ্যোপান্ত
শেষ সিনানে ছিলে আকুন্ঠ
অশ্রু জলে দ্যুতি পূর্ণ,
আমার ইচ্ছা রয়েছে অপূর্ণ
স্নেহের বন্ধন আছে অক্ষুন্ন।
পিতার ছায়া অপসৃয়মান
গভীর ক্ষত জ্বাজল্যোমান
অস্ত যাওয়া রবি ও ঢাকেনি
তুষের আগুনের সেই রশ্মি
আগত দিনের শীতল মাসে
তাতেই হয়তো উষ্ণতা আছে
সুখের নাহোক, সত্যি অনুভব
তাতেই হোক আগামীর উদ্ভব