আজকে বাদল ভালোবাসা
জমিয়ে দিবে এইতো আশা
আজ পলকে নবীন দিনের
স্মৃতি মুখর এই দুচোখের
ভাষাগুলো সব ছন্দ পাবে
সুর মিলিয়ে গান বাঁধবে,
দু'চোখ যখন রঙিন হবে
দোষ হবে না, গাইবো যবে
হেড়ে গলায় পরোয়া ছেড়ে
ফুলের বালা সাজিয়ে করে।
আজকে না হয় ঝগড়া ছেড়ে
মিষ্টি করে ডাকবো তোরে
বোকার মতো হাসা ছেড়ে
পারবি কি তুই সাহস করে
ঝগড়া খাতা লিখতে ভরে।
রক্তে আমার সুগার ভারি
মিষ্ট কথা তাই তো ছাড়ি
খুনসুটি সব চলতে থাকুক
টক ঝাল স্বাদের সুখটা বাড়ুক।