ফাগুন এলো মাতাল হাওয়ায়
বাগান সাজে রূপের মেলায়
কোকিল ডাকে গাছের শাখায়
ঘুমিয়ে প্রহর কেটোনা হেলায়।
বছর পেরিয়ে মাততে সবাই
আজকে আসর সাজিয়ে যাই
বসন্ত এসেছে সবার তরে তাই
রূপ মেলাতে নিবি তোরা ঠাঁই?
বাদল ধারায় যে বীজ বুনেছি
শরত মেঘের ছায়ায় বেড়েছি
হিম হেমন্তের শিশির ছুঁয়েছি
রুক্ষ শীতে আগলে রেখেছি
এই বসন্তেই তাকে পেয়েছি।