নবপরিণীতা, আধো আধো সুখে
রঙিন শত স্বপন বাস করে বুকে,
স্বর্গীয় কোন ক্ষণে কায়া লভে সুখ
আলোয় উজালা ছোট চাঁদ মুখ,
সরবে ভুবনে আগমন করে
দাদা, নানা সব গীতি কাব্য রচে,
এদিকে অশনি চোখ রাঙিয়ে যে থাকে
মাস কয়েক পরে টনক তাদের নড়ে।
ছোটো মধু ডাকে সাড়া দেয় নাকো
খেলনা দিলেও দৃষ্টি সরে নাতো।
ঘন কালো মেঘ মা বাবার বুকে
পুরনো দিনের সব স্বপ্ন গেছে মুছে।
তবু বলি তোমায় হাল ছেড়ো নাকো
বিশেষ শিশু সে তাকে ভালোবাসো।
স্যালুট জানাই তোমাকে তোমার সব ত্যাগে,
আরো জোরে, আরো জোরে ডাকো স্রষ্টাকে,
আরো জোরে, আরো তেজে হও আগুয়ান,
জীবন পথে থেমো নাকো, হও বেগবান।
"সহমর্মিতার সংবেদন"