শহুরে হাওয়ায় ধূসর আভায়
ঘুলঘুলিতে ছোট্ট চড়ুই লাফায়,
প্রভাত বা রাতের আঁধার
খরকুটোর আশয়ে তার
সকল সময় খুশির বাহার।
চঞ্চলতায় কিচিরমিচির
ঘড়ির কাঁটা তার পরিধির
অন্য কোন ছন্দে চলে
অন্য লয়ের নৃত্য তোলে,
নিষ্প্রাণ শহরের হৃদযন্ত্রে
উত্থান আনে খুশির কম্পে।