মন দিয়ে শোন বন্ধু আমার একটু থেকে চুপ
ভালবাসি বন্ধু তোকে একটু নয়তো খুব,
তরলসম আমরা দুজন চল চলে যাই দূরে
সাজবো দুজন খুব খুশিতে চলবো উড়ে উড়ে
ছাইপাশ যা লিখবো আমি পড়বি হাসি মুখে
পাঠক খরার জ্বালা আমি শিকেয় দিব রেখে।
চল বন্ধু সময় করে রোজ আকাশ উড়ি
আমরা দুজন মনের সুখে হবো রঙিন ঘুড়ি,
পড়ালেখা করুক মোদের ছানাপোনার দল
আমরা দুজন কাজ পালিয়ে হবো নদীর জল,
ছলাৎ ছলাৎ গড়িয়ে যাবো ভাবনা সকল ফেলে
জলপরী সব চলে আসবে মোদের দেখা পেলে।
বন্ধু তোর মনের কথা পড়তে আমি চাই
হাত ধরে চল একসঙ্গে বড়ই তলায় যাই
গুঁড়া মরিচে মাখিয়ে খাব বড়ই মনের সুখে
দেখবি তখন মনের কথার খই ফুটবে মুখে,
কষ্টে ভরা স্মৃতির পীড়ণ টানবে দেখিস ইতি
মিষ্টি মধুর কথায় দেখিস ফুলে ভরবে বীথি।
মন কেমনের দিনগুলো সব ঘুঘুর ডাকের মত
পুরোনো সুরে গান গেয়ে যায় যখন অবিরত
বন্ধু নতুন সুরে বাঁধবো জীবন পথের গান
চুপ করে শোন বন্ধু আমার সেরে দুপুর স্নান।