আকাশ সাজে হরেক সাজে
রূপসজ্জায় সে কখনো লাজে
গোধূলি বেলায় রবির মোহে
মেঘের নৌকা ভাসিয়ে দোহে
ফেরারী রবিকে বাঁধতে চাহে।
নীল নীল ঐ ভীষণ নীলাকাশ
মহিমান্বিত তার রূপের প্রকাশ,
কাব্য, সুর আর প্রেমের বিকাশ
ঔদার্যে ঢাকে কালো ইতিহাস,
কল্পকাহিনীর অগুনতি আবাস।
ঘন কালো মেঘ ভাসে আষাঢ়ে
আকাশ তোমার নিম্ন আস্তরে
জলকনারা সব ছোঁয়ায় বাড়ে
বাদলের ধারা অঝোরে ঝরে
শিহরে সবুজ অবুঝ প্রহরে।
হরেক রকম সাজের আকাশে
একঘেয়ে সব প্রহর হরষে
অকিঞ্চিৎকর হৃদয়ে বরষে
সঞ্জীবনী ছন্দ সুধা পরশে,
কেমনে করে ভাবি অবকাশে।