ক্ষণিকের তরে হলো দেখা
মেনে নিয়েছি কপালের লেখা
যা কিছু অমূল্য থাক অমলিন
ক্ষণিকের হলেও না হোক বিলীন,
রেখে দিব মনে খুব যতনে
ভালোবাসায় মুড়িয়ে গহীনে।
কথা হবে তার সনে কারনে অকারণ
ব্যাস্ততা পারবেনা করতে বারণ,
সাজাবো, রাঙাবো মনের মতন।
রেশ তার বেশ রবে সারাটা জীবন
এপার ওপার হবে মায়ার বিচরণ,
জলবায়ু আবহাওয়া হয় হোক বদল
হৃদয়ে চিরদিন ফুটবে শতদল,
মনে আছে আবেগ মেশা জমানো কথা
ছুঁয়ে যাবে সব মনে হৃদয়ের গাঁথা,
ক্ষণিকের দেখাটুকু বাড়ালো তৃষা
গড়ে যায় সেতু আর দিয়ে যায় দিশা।