শিউলি বিছানো পথে
হেঁটেছি এক প্রাতে
কুড়িয়ে নিয়ে হাতে
বলেছি তার সনে,
দুঃখ যত মনে
ভুলেছি এই ক্ষণে।
সেদিন আনমনে
স্মৃতি মনের কোণে
জাগে বজ্র বাণে,
রুধিরাক্ত বেদন
নোনাজলের কাঁদন,
সকল ব্যথার কারণ
ভোলায় তোমার পরশ
শুভ্র রূপের দরশ
মুধুসুধার বরষ,
হেমলক সব নাশি
ফোটায় মুখে হাসি
মেহুল পথে তোমায়
বড্ড ভালোবাসি।