জোছনা ধোয়া প্রভাত রাঙা
শিশির ছোঁয়া অরূপ চাঙা
শরতরাণী শিউলি
দেখি তারে দুই নয়নে পলক নাহি ফেলি।

শান্ত রূপে শরত বাগানে
ঝরে পরে মাটির টানে
কুড়াই তারে খুব যতনে
আলতো করে ছুঁয়ে
ছলাৎ ছলাৎ সুখে
স্বপ্ন এঁকে চোখে।

সতেজ সুবাস অরুপ লেবাস
আছে কি ভাই তোমার প্রবাস?
তার সাথে ভাই সুখেই আছি
সুখেই বসবাস
শরত সকাল মন ভরে দেয়,
সতেজ করে শ্বাস।