চুপটি করে থাকি যখন বারান্দার এক কোণে,
শুনতে পাও কি কত কথা চলছে মনে মনে,
দূর আকাশের পানে যখন তাকিয়ে আমি রই
আকাশ যেন আমায় বলে তোমার গল্প কই?
একাকী মন বুনানো কথা আকাশটাক বলে,
তোমরা সবাই অবহেলে আমায় যেও ভুলে।
আমার আছে বিশাল আকাশ
আকাশ ভরা তারা,
ওরা সবাই ঘুরে বেড়ায় আমার মনের পাড়া,
ওরা সবাই ব্যাকুল হয়ে আমার কথা শোনে
তোমরা নাহয় ব্যস্ত থেকো সকল রাত্রি দিনে।
হাসি দিয়ে মুখটা যখন সাজিয়ে আমি রাখি
কেউ কি আছো বুঝতে পারো হাসি দিয়ে কি ঢাকি?
বাগান ভরা ফুল কলিরা বুঝতে ঠিকই পারে,
দুঃখগুলো সরিয়ে ওরা মায়ায় রাখে ধরে,
ওদের আছে অঢেল মায়া, ওরাই কাছে ডাকে,
দূরেই নাহয় থেকো তোমরা
সরিয়ে মায়াটাকে।
আমার আছে নানান রকম ফুল কলিদের মেলা
মনের সকল অভিমানে ওরাই সুখের দোলা।