অনেক দিনের অপেক্ষা
অনেক স্বপন, আকাঙ্ক্ষা
আকুল, গভীর মনোবাঞ্ছা
আষাঢ় জলের ঝাপটা
আঙিনায় বলবে গল্পটা
কদম, শাপলা, শালুক
উদগ্ৰীব, উদ্বেল, লাজুক
জলের ফোঁটা, নদীর ছোটা
সব শুনবে গীতি কাব্য
আমি, তুমি তার উপজীব্য।
এসেছে আষাঢ় মোদের বসতে
সঘন মেঘ জমেছে নভোতে,
হয়নি পুরোনো মোদের কাহন
প্রতি বরষায় চলে সে কথন,
মুক্ত মালায় করে যে বরণ।
এখনো কাঁপে হৃদয় আমার
তোমায় পাওয়া সেই যে আষাঢ়,
দিয়ে যেও মোরে সদা ই বাহার।