কতদিন কথা হয় না আপন মনের সাথে,
কতদিন সুর মিলাই না বাদলের সাথে,
খোঁজ নেই না অনেক দিন বুনো ফুলের,
আচ্ছা ওরাও কি আমাকে খোঁজে
মেঘলা দিনে, গোধূলি বেলায় অথবা সুবেহ সাদিকে?

শিশিরের সাথে চোখের জল মিলাবো বলে সবুজ ঘাস খুঁজে  মিছেই হয়রান হয়ে যাই,
এ শহরে তার খোঁজ পাওয়ার বিলাসিতা কোথায়?
কতদিন কোলাহল এড়াতে চেয়েছি,
কতদিন চেয়েছি যান্ত্রিক রথের কালো ধোঁয়া নয়, নয় কোন বিষাক্ত সীসায় অবগাহন,
কাঠগোলাপ, বেলি, লিলি আর স্বর্ণ চাঁপার সৌরভে সারাদিন মোহিত হব, এ চাওয়াটুকু কি খুব বেশি চাওয়া?

সব কিছু বাদ দিয়ে, সব স্বপ্ন সত্যি করতে বাজি ধরবো কোন পুঁজিতে?