মধুর মোহে আমরা দোহে
কাজের ফাঁকে বনের গেহে
হারিয়ে গেলাম মধু আবহে
রবির ভীষণ খরতাপেও
মনে মধুর বাতাস বহে
গুনগুনিয়ে সে কানে কানে
মধুর শত কথা কহে
সব কথা ভাই বলতে নহে।

মধু খেলায় দিলাম বিরতি
স্মৃতিতে থাকুক প্রেম পিরিতি
নিভলো যদিও মায়াবী বাতি
বাইরে যতই হাওয়া চৈতি
হৃদয়ে মেখেছি প্রেমের জ্যোতি
কাজলে সেজেছে দুটো আঁখি।

রেশ রয়েছে এখনো সজীব
এমনি থাকুক আমার নসিব
জ্বলতে থাকুক সুখের প্রদীপ
দেখুক মোদের উজল বদ্বীপ,
থাকবো মোরা আজন্ম আরিব
দূরে দূরে নয় খুবই কারিব।