ভাবনাগুলো পাপড়ি মেলে
তোমার সাহিত্যে
স্বপণগুলো উড়তে শেখে
তোমার গীতিতে
মধুমাখা বাসন্তী হাওয়ায়
মন যখন প্রসন্ন
বাদল দিনের মেঘমালার
রূপ হলে অনন্য
রবি তোমার সাহিত্য
সবার কাছেই বরেণ্য।
জোছনা কালে চাঁদের আলো
আলতো করে ছুঁলে
ভোরের শিশির সবুজ ঘাসের
ডগায় ঝিলিক দিলে
রবি তোমার গানের কলি
বাজে পলে পলে।
ছোটগল্পে প্রাণের কথা
বাঙালিদের সকল ব্যাথা
স্নেহমাখা বাঁধন গাঁথা
অমূল্য তার সকল পাতা।
বাদ নেই তার কোন শাখা
ছোট বড় সবাই বাঁধা
তার রচিত সকল লিপি
বাংলা মায়ের রূপের ছবি
থাকুক টিকে তারি কৃতি।