মন কেমন করা বর্ষার দিন
ভোরবেলাতেই বৃষ্টির বীণ,
বৃষ্টির বাঁধা না মেনে ঠিক
ছাতাটি মাথায় চলিল পথিক।
বৃষ্টির ছাটে ভিজে একাকার
মনে তে ভয় সর্দি লাগার।
বিষম জলে পথ ডুবেছে
না দেখে কদম ফেলতে হচ্ছে,
রাগেতে হারাল হিতাহিত বোধ
গালি দিয়ে কমাল মনের ক্রোধ।
বৃষ্টি দেখে বিমোহিত হয়ে
কবিতা লিখে মনের সুখে
কবি হওয়া যায় ঘরেতে বসে,
বৃষ্টির জলে ভরে কি প্লেট?
ক্ষুধায় জ্বলে শ্রমিকের পেট।
যদিও আমি লিখছি বেশ
আয়েশে নিচ্ছি বৃষ্টির রেশ
চাখানা হয়েছে অতি জম্পেশ।