বন্ধু সবাই কেমন আছো জানতে এলাম স্মিত হেসে
অনেক অনেক ভালোবেসে অনেক অনেক বছর শেষে,
হাসি কান্নার প্রহরগুলোয় ছিলাম আমি দূরে
তবুও জানি আমায় তুমি নিবে আপন করে,
বন্ধু বলে ডাক দিলে কেউ এড়িয়ে যাওয়া যায় কি
মায়ায় বেঁধে সরিয়ে দিব দীর্ঘদিনের ঘাটতি।
পাকা চুল আর মেদের ভিড়ে
ঢেকে গেছে আজ কৈশর
স্মৃতিগুলো ও কি নিঠুর খেলায় বড্ড বেশি ধূসর?
হাঁক দিয়ে চল তাড়িয়ে দেই বৃদ্ধ জুজু বুড়ি
দেখবি সবাই এক লাফেতে হবো ছোঁড়া ছুঁড়ী,
বন্ধু সবাই আপন থেকো
ডাকলে তোমায় সাড়া দিও
যে যেখানে আছো
সবার মুখে হাসি এনো চোখের জলটা মোছো।
বন্ধু আমি এলাম ফিরে এইতো খুশির খবর
এরপরে আর বিভেদ শুধু করতে পারে কবর
অনেক কিছু বলবো আমি জমানো সব কথা
ধূলি গুলো সব সরিয়ে দিয়ে মন করবো তাজা,
ফিরিয়ে জানি দেবে না বন্ধু আমার আহ্বান
তোমার সঙ্গ দিয়ে আমায় করো ভাগ্যবান।