ঐ যে পাহাড়, সাগর বেলা, বিশাল বড় আকাশ
সব কেন আজ লাল বর্ণের, বলতে পারো বাতাস?
এত লাল রং, এত লাল রং, কোথায় পেল ওরা?
প্রিয় লাল আজ বক্ষভেদি কেন ও বসুন্ধরা?

এত কালো কেন এখানে ওখানে আমার স্বদেশভূমে?
সবুজ  ভূমি কালো করলো কালো মানুষ তার পাপে।

লাল সবুজের দেশটা আমার লাল কালোতে দেখি,
দারুণ দ্রোহের আগুনের আজ হলাম মুখোমুখি।

ফিনিক জোছনা আর নেমো না মায়ার চাদর নিয়ে
জ্বলতে থাকুক দোযখ আগুন সব কালোরই গায়ে,
সব লাল আজ দেশ সেনানীর চোখেতে এসে মিশুক,
অত্যাচারীর হৃৎপিন্ডে ভয়ের কাঁপুনি উঠুক।