দীর্ঘ, বড় দীর্ঘ রাত
কখন আসবে প্রভাত?
কাকলি কূজনে
হবে আলোর আলাপ।
উদ্বেগ, উৎকণ্ঠার চরম প্রহর
হাহাকার করে অপুষ্ট শহর
অশনি সংকেত চারিধারে
পথে পথে বাঁচে অনাহারে
ক্লিষ্ট প্রাণ হাহাকার করে,
মধ্যবিত্তের তথাগত রোগ
সঙিন মুখে থাকে মুখোশ,
আগ্ৰাসনে মত্ত বিশ্বজান্তা,
ঘনিভূত আজ বৈশ্বিক দশা।
মুক্তির পথ খুঁজে ফেরে অসহায়
কোথায় মুক্তি, কি তার উপায়?
মুক্তির বাণী চিরন্তন
নবীজী করেছেন প্রবর্তন,
নেই তার বিবর্তন,
উপলব্ধি করে সারকথা
ঘোচাতে পারো মানবের ব্যাথা।