কৃষ্ণচূড়ায় মুখ লুকিয়ে
দূষিত ক্ষত যায় কি শুকিয়ে?
জারুল, পারুল, হিজল শ্যামল
আর কত বিষ করবে বিমল?
হারিয়ে যাবে যুদ্ধ শেষে
শ্যামল গান কি থাকবে দেশে?
কৃষ্ণচূড়ার সাজে সেজে
রাতুল রঙে যাচ্ছো ভিজে
জারুল, পারুল সবাই মিলে
এখনো রঙে ভেজায় বলে
রঙের সুখে থাকছো মেতে
ভেবেছো কি আজ ধরাতে
হারিয়ে গেলে ওরা সকলে
রঙের তৃষায় মরবে দলে।
দূষণ দূষণ ভীষণ দূষণ
বাড়লে কত ঘটবে যতন
সবুজ পাতার ছাতা হারায়
রৌদ্র তাপে জীবন কমায়
তবুও কেন নড়ে না টনক
গুনতে হবে দাম ভয়ানক।