প্রাণ টা আমার হুহু করে
বুকে বড় আশ
আবার যাব সোনার দেশে
মিটবে মনের বাস।
আল্লাহর ঘর করব তাওয়াফ
স্পর্শ করব তার গিলাফ
দিল হবে মোর পাক ও সাফ
মাফ হবে সব গুনাহ ও পাপ
জমজমের ই পবিত্র পানি
পান করে মন ভরবে জানি
মা হাজেরা র সেই কাহিনী
মনে বাজবে তার রাগিনী
শত যুগেও যা হৃদয় হরনী।
আবার কবে যাব মদীনা?
মন যে আমার বাঁধা মানেনা
যেথায় শুয়ে নবী ও সাহাবা
তার আকর্ষণ বেপরোয়া
বার বার মন হয় দেওয়ানা
পূরন যেন হয় মনস্কামনা