হে দয়াময় প্রভু পরোয়ারদিগার
হাত তুলে কাঁদি আমি গোনাহগার
চারিদিকে চেয়ে দেখি পাপের পাহাড়
তবু কেঁদে বলি আমি কোরো না বিচার।

দূর করে দাও প্রভু বিপদ হাজার
দূর করে দাও প্রভু রাতের আঁধার
ক্ষমা করে দাও ওগো প্রভু নিরাকার
শূন্য করে দাও পাপ কোষাগার।

আজ রাতে নিষ্পাপ করে দাও মোরে
তব পথে চলি যেন আজ থেকে জোরে
ভাই বোন আজ কাঁদি প্রভু এক সুরে
বিপদ সরিয়ে দিয়ো প্রভু অতি দূরে।

দয়াময় তুমি প্রভু যেয়ো নাকো ছেড়ে
তোমার দয়ার দান নিয়ো নাকো কেড়ে
সালামত রেখো প্রভু তব কৃপা ভরে
অবিচল থাকি যেন দিন, রাত, ভোরে।