দমে দমে ডাকি আমি প্রভু তোমাকে
মন আজ ভরে আছে দেখো আবেগে
কেঁদে কেঁদে বলি আমি আছি বিপাকে
সাড়া দাও প্রভু তুমি আজ মোর ডাকে।
ভরসা করে আছি তব নাম ধরে
চেয়ে দেখো কাঁদি আমি আজ অঝোরে
খাজাঞ্চি থেকে মোর হাত দাও ভরে
অধমের সব পাপ দাও ক্ষমা করে।
সহজ করো প্রভু এই পথ চলা
রোগ শোক দূর করো দূর করো বালা
কান্ডারি তুমি প্রভু আমি অবলা
সহায় চেয়ে আমি কাঁদি সারাবেলা।
বুক কাঁপে ভয়ে প্রভু
আমি নরাধম
পাপাচারে কেটে গেছে মানব জনম
জ্ঞাতসারে হয় নাই করো রহম
রোগ শোকে দিয়ে যাও দাওয়া মলম।
বারেবারে ডাকি আমি দাও আজ সাড়া
ঘোচাও প্রভু তুমি রোগ শোক জরা
দূর করে দাও তুমি আজ সব ফাঁড়া
বানাও প্রভু তুমি শান্তির ধরা।
আত্মীয় পরিজন বন্ধু মহল
তোমরাও হাত তুলো মিলে দলবল
একসাথে চলো ফেলি নয়নের জল
রহম করো প্রভু আজ এই পল।