আছি যে আঁধারে, জীবন পাথারে
বিপথ ভাবনা ভাসিছে ইথারে,
বাঁচাও আমারে, বিষম সঙ্কটে
টেনে লও মোরে সন্নিকটে,
অপরাধ সব মার্জনা করো
পূণ্য আলোয় জীবন ভরো,
হৃদয় গহীনে যত পঙ্ক
আছে জীবনে যত কলঙ্ক
মোচন করো না মেনে অঙ্ক।
আলোকিত করো নূরের দ্যুতিতে
দাও সাজিয়ে কোরআন এর বানীতে,
মিথ্যার দেয়াল যেন পারি ভাঙতে
ঠিকানা দাও মো্র, সত্যের বসতে।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে
তব নাম যেন থাকে মোর মনে।