হাওয়ার দোলায় দোলে পপি
কানে কানে বললো চুপি
এসো তোমাতে মন সপি
এসো দুজনে সুখেতে কাঁপি।
রং এর জৌলুস আর রূপের মাধুর্য,
নেই তার কোন সাজুয্য,
আহা কি স্বপ্নীল প্রাচুর্য
করতে পারবে তাকে অগ্ৰাহ্য?
রঙের আলোয় রঙিন কবিতা
ধূসর জীবনের ধূসর ধূলিমা
সরিয়ে আঁকে মেঘের লালিমা
যেমন প্রভাতে রবির অনিমা।