বৃষ্টির ফোঁটা ছুঁয়েছে যখন
হরিৎ টিয়া ডানা মেলে দিল,
আলোর কণা নাচলো যখন
গগনে ভাসলো চিলগুলো
সাদা মেঘের ভেলা চললো
যখন দূরদেশে
ছোট্ট চড়ুই অনুযোগ করে
মায়া ফুরিয়েছে?
কালো ফিঙে লেজ নাচায়
থাকেনা সে চুপ,
কালো চুলের ছড়ানো মায়ায়
মেঘের মত রূপ,
কালো মেয়ে পায়না খুঁজে
স্তুতি বাক্য খুব,
সবাই খুঁজে উজল বরণ
তারাই অপরূপ।
শালিক পাখির কিচিরমিচির
সবুজ গাছের শাখায়
মিউ মিউ বিড়াল ছানা ডাকছে
চিলেকোঠায়,
পুকুর পাড়ে জলের মাঝে
ডাকে  হাঁসের দলে,
পাতার নুপুর বাজে হাওয়ায়
দূরের কোন ঝারে,
সাঁঝের কালে হঠাৎ যখন
নিরব চারধার,
ছোট্ট আমি অজানা ভয়ে
সহায় খুঁজি তার।